কবিতা ১
আইসক্রীম, চকোলেট, প্রেম... কিসের অভাবে?
তোমার তো গান আছে, আছে কবিতা, বিভিন্ন আর্ট ফর্ম....
এ যুগের মেঘদূত তুমি, গুজবও শুনেছি এরকম।
বৃষ্টি অত শিল্প বোঝে না।
বোঝে না সঙ্গীত ক' প্রকার।
এইসব নির্বোধ মিউজ, কোনও কাজে লাগবে তোমার?
তার চেয়ে,
খুঁজে নাও তন্বী যুবতী,
খুঁজে নাও ফুল পাখি চাঁদ।
বৃষ্টি আমি তোমাকে দেব না। ও আমার নিজস্ব অপবাদ….
কবিতা ২
শব্দ ছড়িয়ে দেবে,
রাখবে না হিসেব কখনও|
শহরের ধোঁয়াশারা
মেখে নেবে; যদিও এখনও
মাদক গন্ধে ওরা
কস্তুরী হরিণের সারি!
বারুদ জড়িয়ে দিও,
সুবাস চিনতে আমি পারি|
ঈপ্সিতা দেবনাথ
২০০৭
No comments:
Post a Comment