তোমার চোখে নিওন আলোর ঘুম,
আমার ঠোঁটে অবশ কালো ছায়া,
মিথ্যে আলোয় পুতুল খেলার শোক,
আলোর সাজে আঁধার হল কায়া।
শুষ্ক বাতাস তোমার ঘরে ওই
অগ্নিচিতা আমার পরবাস,
হৃদয়পুরে করুণ বাঁশির রেশ,
মর্মে আমার আটক তোমার শ্বাস।
স্বপ্ন আমার আজ নিয়েছে ছুটি,
শুকনো আমার শিরার মাঝের রক্ত,
মিথ্যে আমার সোনা-রূপার কাঠি,
মিথ্যে আমার মন করেছে শক্ত।
নিঃস্ব আমার জিয়নসুখের রস,
ব্যর্থ প্রেমের স্পষ্ট পরিহাস,
দুঃখ আমার মনের গোপন রোগ,
ঘরের কোণে এলো চুলের রাশ।
আকাশ আমার সুখের বাঁধনহারা
ম্লান হয়েছে সব পেয়েছির সুর,
বিদায়বেলার বিহাগ রাগের বোলে
সিক্ত হল আমার বন্দিপুর।
প্রমিতা মৈত্র
২০০৮
Bes bhalo..:)
ReplyDeletePromita ki sundor likhechhis re...
ReplyDeleteজটিল... :)
ReplyDeletebesh bhalo likhechhis re :)
ReplyDeletetor sei milie milie kobita lekhar obhyash ta ar gelo na :P mondo hoy ni :)
ReplyDelete