বিষণ্ণতার ক্রনিকল


ভুলতেই হবে এমন কথা বলেছিল কি কেউ?
তবুও তো রোজ চেষ্টা করে যাই।
তার পরও সব মনে পড়ছে দেখে
রাগ হয়। রাগ হয় এই ইমানদারির ’পর
নিঃশব্দে প্রহার করি তাই...
যন্ত্রণার মাশুল দিতে আরও
আরও কত যন্ত্রণা দেওয়া যায়!

সোনালি রিমগুলো জলে ধুয়ে ফিকে হয়ে গেছে
পেস্তা সবুজ পেয়ালাও।
মেলায় ঘুরে ঘুরে কিনেছিলাম, মনে পড়ে?
তুমি এলে নিজে হাতে সোনালি মেরুন চা ঢেলে দেব পেয়ালা ভরে...
বলেছিলাম?
যোয়ান-বড়ি, চিংড়ি মাছের পাঁপড়, তিনকোণা ঠোঙ্গায় ভুট্টার খই নিয়ে নাগরদোলায়
পায়ের  নিচে পাপুন আর তিতলিকে দেখে কিরকম হেসেছিলাম!
যোয়ান-বড়িগুলো শেষ।
পুরোনো দেরাজ থেকে খালি শিশিটা বেরোল হঠাৎ...
গুঁড়ো গুঁড়ো এখনও পড়ে আছে কিছু...
রিম ক্ষয়ে যাওয়া ফিকে সবুজ পেয়ালার মতো...

কিচ্ছু করার নেই
শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া কিচ্ছুটি না।
চিকিত্সা‌ শুরু হতে অনেকটা দেরী হয়ে গেছে।
এখন যে কোনও বিষই ওষুধ... যে কোনও ওষুধই বিষ।

তোমার কাজের মাঝে ব্যাঘাত করি খুব।
রাগ কর?
আর কি করি বল!
সুখ দুঃখ তাপ উত্তাপ কোনও কিছুই তেমন ভাবে নেই
এইটাই যা দিতে পারি
অকারণে জ্বালিয়ে মারি।
রাগ কর?

ম্যাজিক আলো আগুন রঙের নিবিয়ে দিচ্ছে বৃষ্টিদিন
প্রিয় মানুষ ব্যস্ত ভীষণ, ইচ্ছে ঘোড়ায় চাপাও জিন।
শ্যাওলা মনের কানাচ ঘেঁষে অসংযমও বিরামহীন
ইথারনেটের মন-তরঙ্গে ভ্রষ্ট সময় অন্তরীণ। ।


দোয়েলপাখি  দাশগুপ্ত
১৯৯৬

8 comments:

  1. kobita ta ami valo kore 3 bar porechi, protyekbar alada alada meaning khuje peyechi..

    ReplyDelete
  2. "sukh du:kkho taap uttap kono kichhui tamon bhabe nei" .Ami boli '' aagun thaake naa kimba brishti/ami haatrai chhaimakha sNoda gandho"

    ei naa hole chronicle :-) ? Sarthoknama.

    ReplyDelete
  3. boddo bhalo, bishonnota ta jeno chhobi hoye fute uthchhe!!

    ReplyDelete
  4. Last line ta khub touch korlo re

    ReplyDelete
  5. ২০০৭ এ লেখা পুরোনো কবিতা.. লজ্জায় কোথাও দিইনি.. দিইও না এমনিতে কবিতা কোথাও... কাঠখোট্টা গদ্যের লোক কি না :P

    স্কুল বলেই এট্টু ওই ঘরের লোকের কাছে যেমন সাহস করে অনেক কিছু বলে ফেলা যায়... সেরম ভাবেই... দিয়ে ফেলেছি :D

    ReplyDelete