শূন্য
ক্রমশ প্রশ্ন ভুলে উত্তরে ডুব দি।আর, সাথে সাথে হাওয়া এসে তোমাকে ওড়ায়।
তুমিও তো ভুল করে কতবার চেয়েছ, অলীক,
আমাদের চাঁদ তারা কত রাতে তাড়া খেয়ে পায়নি ফেরার পথ,
চেনা স্রোতে অসহায়, ঘুরেছে স্বপ্নের লোভে।
আহত ঘড়ির রঙ লাল নয়, নির্বাক সাদা।
তাও তুমি কাছে এস, মুছে দাও দুহাতে সময়।
ছায়া
তল খোঁজ গন্তব্যের।
অকারণে পাড়ি দিস বিদেশ- বিভূঁইয়ে।
আমি তো সবজে লতা, উড়ি, ঘুরি চারপাশে রোজ।
আগুনে পোড়ায় লোভ, ভিজে যাই রোদ্দুর গায়ে।
তবুও যাইনি ছেড়ে, পথে পথে খুঁজি আজও পরশপাথর।
যদি মেলে, অযথাই ভাবি রোজ এলেমেলো।
পাই যদি শব্দের মাঝে, রেখে দেব।
ছুটে এসে নিয়ে যাস,
আলো হোস আমার আকাশে।
মন্দাক্রান্তা দাশগুপ্ত
২০০৪
mugdho holam...
ReplyDeletesombhabonamoy kobi ... onek shubhechha ar bhalobasa roilo Mandakrantar jonye. amader kobita section ta o i edit koreche. :)
ReplyDeletechhaya kobita ta mandy dir songe besh jay.. Mane porte porte tomay kolpona kore bes lagchilo..
ReplyDeleteBahh :)
ReplyDeleteKhub sabolil, swatosfurto uposthapon ar mon chh(N)uye jaoa imagery..khub bhalo laglo.
ReplyDelete