পাহাড়ি রাস্তাঃ দুপাশে পাইনের পাতা ঝরে পড়ে আছে। আমাদের লাল মাটির পথ বলে ভুল হতেই পারে...



ঝুম চাষ: পাহাড়ি জায়গাতে এই দৃশ্য খুব চেনা। অপূর্ব লাগে ওই রকমারি সবুজ। 



 নদীতে সকাল : ছবিটা আমি ট্রেন থেকে তুলেছিলাম...
   
টুকি টুকি খেলছি : এই ঘরটা ওর নয়, শুধু সারা দুপুর দুষ্টুমি করতে এখানে আসা ওর, এক হোটেল এ দেখেছিলাম , বেশ লেগেছিল তাই ক্যামেরাতে ক্লিক!
চিনি গো চিনি তোমারে : আমরা সেদিন আলমোড়া  থেকে কৌশানির পথে বেড়িয়েছি, প্রায় ৫০ কিমি যেতে হবে। পথের দু'ধারে নানান দৃশ্য দেখতে দেখতে চলেছি, আমার শাশুড়ি মা এই পাহাড়ি পাকদন্ডি রাস্তাতে এলেই বমি করেন। এমন এক জায়গাতে ওনার শরীর আনচান করায় আমরা একটু বিশ্রাম করতে নামলাম। দূর থেকে এক চাষী বউ আসছিল। তাকে শাশুড়ি মা জিজ্ঞেস করে বসলেন আধা হিন্দিতে "উল্টি হোতা,কেয়া করেগা?" সেই বউ জবাব দিল এক গাল হেসে, "গোলি লো মা-জি" তারপরেই বলে, "লেবু খাবে?" বলেই সে আমাদের একটু দাঁড়াতে ইশারা করে চলে গেল, একটু বাদেই ইয়া বড় একটা কাগজি লেবু এনে দিল, সেটা আবার ছুরি দিয়ে কেটে আর বেশ অনেকটা বিটনুন দিল আমাদের। এদের এই সরলতা আর মিষ্টতা মুগ্ধ করে আমাকে। তাই তার ছবি তুলে আনলাম।

দ্যুতি মুস্তাফি
১৯৯১ 

8 comments:

  1. Praise worthy photography Dyuti di!

    ReplyDelete
  2. photography nie notun kore kichu ar bolar nei.. caption gulo o unique

    ReplyDelete
  3. Dyuti di chobigulo bhalo hoyeche... takhon kajer chape ar bola hoyni.. ekhon bollam ^_^

    ReplyDelete
  4. proti ti photograph osadharon!!! especially "Nodi te Sokal"..really a mind blowing stuff

    ReplyDelete
  5. chhobi to khub bhalo, caption gulo-o sundor :)

    ReplyDelete
  6. Nodite sakal ta bhison sundor.. Mone pore galo akbar purba express e bari firchilam. oi train ta thik bhorbela sare 5 ta ba 6 ta nagat baranasir ganga ta cross kore.. ki j bhalo legechilo.. akhono chokhe lege ache..

    ReplyDelete