ছায়া

তল খোঁজ গন্তব্যের।
অকারণে পাড়ি দিস বিদেশ- বিভূঁইয়ে।
আমি তো সবজে লতা, উড়ি, ঘুরি চারপাশে রোজ।
আগুনে পোড়ায় লোভ, ভিজে যাই রোদ্দুর গায়ে।
তবুও যাইনি ছেড়ে, পথে পথে খুঁজি আজও পরশপাথর।
যদি মেলে, অযথাই ভাবি রোজ এলেমেলো।
পাই যদি শব্দের মাঝে, রেখে দেব।
ছুটে এসে নিয়ে যাস,
আলো হোস আমার আকাশে।

মন্দাক্রান্তা  দাশগুপ্ত
২০০৪

No comments:

Post a Comment