কবিঃ "উড়ছে খৈ, আগুন তাপে পুড়ছে চুল
মেঘলা রোদে সুবাস মাখা বকুল-জুঁই,
হিসেব করা জীবনটা যে বেবাক ভুল,
সব হারিয়ে কোথায় গেলি কন্যে তুই!”
কন্যাঃ অনেক ভুলে আবছা আমি, জ্বলছি আজ,
মেঘলা রোদে, জুঁই-বকুলে পুড়ছে লাজ,
কন্যা আমি, তাই তো লোকে দেখছে ভাঁজ!
খৈ ছড়ানো সন্ধেবেলায় কুচকাওয়াজ।
তুই ভাবলি, মরছি আমি? তা তো নয়...
মরছে আমার রন্ধ্রে পোষা মৃত্যুভয় ।
তোর চোখেতে চোখ রেখেছি আজকে দেখ,
কন্যে বলেই তোর দেওয়ালে বাড়তি ক্ষয় ।
শেষ চুমুকে ঠোঁট ভেজানো, কণ্ঠ নীল,
শরীর ছুঁয়ে আর সাজে না এ মেহেফিল।
মুক্ত আমি বেহিসেবের সঙ্গে আজ,
দেখছে সবাই বিনি সুতোর কন্যা-সাজ!!
নন্দিনী ভড়
২০০৪
asadharon, asadharon, asadharon.....er por ar kichu lekhar sahosh nei.
ReplyDeleteপ্রাসঙ্গিক। আবার আবহমান কালের। তাহলে কি দাঁড়াল! শাশ্বত? এমন বিষয় চিরকালীন না হলে আরও কত খুশি হতে পারতাম আমরা সকলেই। এই লেখাটা দরকারি ছিল।
ReplyDelete