১
এস, আরও তীব্র, তীব্রতর হয়ে এস।
ভেজাও,অন্ধ কর।
সবিনয়ে আঁকড়ে ধর।
আরও উন্নত কর, জবাব দাও সকল অস্বীকারের।
দু-গালে আঁক কষ, আর অতি ধীরে মিলিয়ে যাও সময়ের কোটরে।
২
এই তো অপেক্ষা।
ক্ষেপণাস্ত্র,তদুপরি ভয়ংকর।
হানাহানি,বিদ্বেষ... হাসে মহাকাল।
তুমি,আমি চিরকাল এক এবং বিচ্ছিন্ন।
ছুঁড়ে ফেল, হাতে রাখ..পিষে দাও হামান দিস্তায়।
মন্দাক্রান্তা দাশগুপ্ত
২০০৪
darun bhalo laglo
ReplyDeleteএবার কবিতাটা সিরিয়াসলি লেখ দেখি। :) রোজকার অন্যান্য কাজের মতোই।
ReplyDelete