পাঁচটা কদম গাছ



বাগবাজারের দত্ত বাড়ি

পাঁচ শরিকের বসত বাড়ি
আঙিনাতে পাঁচটা কদম গাছ

খিড়কি দীঘি দেউড়ি দালান

পাহারা দেয় পাঁচ পালোয়ান
পাখ পাখালি ভরা কদম গাছ

দরজা জানলা ঘুণ ধরেছে

জাফরি গুলোর কাচ ভেঙেছে
তবু ফুলে ফুলে ছাওয়া কদম গাছ

পাঁচ শরিকের লাঠালাঠি

পাঁচ গিন্নি হিংসেকুটি
বাবুই বাসায় ভরা কদম গাছ

ছেলেবেলার সহপাঠী

রোজ বিকালে হুটোপাটি
দোলনা ঝোলা পাঁচটা কদম গাছ

দত্ত বাড়ির চন্দ্রলেখা

মানল আমায় প্রানের সখা
সাক্ষী মেনে পাঁচটা কদম গাছ

দত্ত বাড়ির নাতিপুতি

জুয়ায় হারে পুঁজিপাতি
রঙবাহারি পাঁচটা কদম গাছ

প্রোমোটারের লোলুপ ভাষা

পাঁচ শরিকের ভাঙল বাসা
হনন হল পাঁচটা কদম গাছ

সময় বড় ক্ষণস্থায়ী

নয় যে কিছু চিরস্থায়ী
শুধু স্মৃতির পাতায় পাঁচটা কদম গাছ




তুলিকা দত্ত
১৯৮৩

1 comment:

  1. এই লেখাটা অ্যাকচুয়ালি একটা ইলাসট্রেশন দাবী করে! :D

    ReplyDelete