দুটি কবিতা

কবিতা ১ 


কারওর চোখে ডুবব বলে
শিখছি আমি ডুবসাঁতারই।
শান্ত চোখের বড্ড আকাল।
সেই দুটো চোখ হোক তোমারই।

সুসভ্যতার খাসতালুকে

আমার জমি রাজস্বহীন।
তোমার হাসির ফসল ফলুক,
আসন্ন হোক নবান্নদিন।

আদিগন্ত হাসতে থেকো,

দৃষ্টি ছুঁতে দৌড়ে যাবই।
বাকি সবাই হোক ভালো হোক।
আমি এবার মন্দ হবই।


কবিতা ২


কিছু সাবেক ঢঙের ভাবনা ছিল আমার,
আমি বড্ড ধীরে রাস্তা পেরোতাম।

যারা ভিক্ষেবাটি বাড়িয়ে দিত প্রায়,

যারা চিঠি ছাড়াই ফিরিয়ে দিত খাম,

সেই সবাই আমার বেপাড়ার পড়শি,

আমি সবার জন্য কিনেছিলাম জামা।

ওরা সেসব পেয়ে দেদার গালি দিল,

ক্ষান্ত হল সাবেক মেলোড্রামা। 


দীক্ষা দত্ত
২০১৪

3 comments:

  1. দ্বিতীয় কবিতাটা অন্যরকম। যেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মনের কথাটি

    ReplyDelete
  2. দ্বিতীয়টা প্রিয় হলো

    ReplyDelete
  3. আমারও দ্বিতীয়টা প্রিয়। :)

    ReplyDelete