ফিরে এসো একবার...


আজও মনে হয়,
ভুল করে হোক,
দাঁড়াও আর একবার...
এ সময়ে আজ
এ সমাজে আজ
তোমাকেই দরকার।

এখনও চলছে
ভ্রূণ মেরে ফেলা,
কন্যা হওয়ার দোষে,
ঊচ্চশিক্ষা
করতে পারে না 
স্বামীর অসন্তোষে।


তুমি অপমান
না মেখে গায়ে,
মেয়ে করেছিলে ভিক্ষা,
অজ্ঞানতা 
মুক্তি দিয়ে
মানুষ হওয়ার শিক্ষা।


ভগিনী তোমার
আশীষ পেয়ে
আমরা ভাগ্যবতী,
কঠিন কুঠারে
ভাঙি বাধা সব
দুর্বার আজ গতি।

তবুও ভগিনী
আগে যে বুঝিনি
আমরা তো হাতে গোনা...
লাখে লাখে মেয়ে
পড়ে আছে আজও
শক্তি হয়নি চেনা!


সে শক্তি হয়ে
মায়ের মতোই
এসো আর একটি বার,
সত্যি বলছি
এ ভারতে আজ 
তোমাকেই দরকার।


সিস্টার,ফিরে এসো একবার




নন্দিনী ভড় [২০০৪]


No comments:

Post a Comment