প্রকৃতির প্রেম

আজ বসন্তে

রঙের ছড়াছড়ি

পলাশ রাঙা মন

আগুন হয়ে উঠতে চায়।

মনে পড়ে শিমুলতলা

মাদলের তালে

নেচে চলেছে ওরা

খাটো করে পরা লালপেড়ে শাড়ি

তামাটে হাসির সাথে

ঝরে পড়ে বন্য ভালবাসা-

আমাকে মাতাল কোরো না

এই উষ্ণতা আর সয় না।

শহুরে ব্যস্ততারা তোমাকে কেড়েছে

সম্পর্করা এঁকেবেঁকে চলে

উন্মাদনা পা পিছলোয় ভিড়ে

বুনো ফুলের সাথে আজ তুমি অনন্যা

ফাগুন আজ তোমার কাছে ভিখারি।

 

 দ্যুতি মুস্তাফি

১৯৯১

5 comments: