পলাতিকার প্রেম

বর্তমানই শেষ কথা নয়
তাই ভবিষ্যতের পথে
বেছে নিলাম-তোমাকে নয় –
এক পাকা চাকরির সম্রাট।
আমার আগামী সন্তানের নিশ্চিন্ত আশ্রয়কামনায়
বিপ্লবী, তোমাকে মুছে ফেলে
নিজেকে সঁপে দিলাম এই শান্তকাম যুবায়।
নাই বা হল প্রণয়
নাই বা হল রোমাঞ্চিত সপ্তস্বর্গজয়
এল টি সি-তে দার্জিলিং
মায় গোয়া ঊটি কিন্নর।
জঙ্গলে তুমি লুকিয়ে আছ
তাই ভেবে তবু বারংবার অরণ্যচারী হয় মন
পছন্দের তালিকায় বন-
পুরুলিয়া বা ঝাড়খন্ড।
তুমি কি এখনও ভাব হে কঠিনহৃদয়
বিগতজন্মের সেই ঠগিনির রাত?

অভিষিক্তা  রায়চৌধুরী
১৯৯২

3 comments:

  1. "Bigatojanmer sei thogini'r raat ? " Baah..

    ReplyDelete
  2. tomar kobitagulo besh practical ghotonar opor base kore lekha.. Sudhu eta noy, sobkotai ja ja diechile..

    ReplyDelete